টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসে (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাদের সৎকারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সামাজিক সংগঠন ‘আমরা লোহাগাড়ার মানবতার দল’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টীম ইতিমধ্যে তাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে তার দাফন, সৎকার ও জানাজার কার্যক্রমের জন্য পুরো প্রক্রিয়ার ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভার ও মরদেহের দাফন করার কাফনের কাপড়সহ বিভিন্ন ধরণের সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দলটির পিকআপ ভ্যান, খাটিয়া ও জানাজার জন্য ইমাম প্রস্তুত রেখেছে।
লোহাগাড়ার যে কোন এলাকায় করোনা সংক্রান্ত কারণে কোন ব্যক্তি মারা গেলে সেখানে যাবে দলটির সদস্যরা। অবশ্য মৃত ব্যক্তির স্বজনদের ও উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাদের এ কার্যক্রম চলবে। এ ব্যাপারে মানবতার দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান বলেন, প্রাথমিক ভাবে আমরা ২৫ জনের একটি টিম গঠন করেছি। আমরা করোনা উপসর্গ ও করোনায় মৃতদের দাফন করতে প্রস্তুত রয়েছি। ২৫ জনের মধ্যে ধর্মীয়ভাবে বিবেচনা করে আলাদা আলাদা মুসলিম , হিন্দু ও বৌদ্ধ তিনটি টিম গঠন করা হয়েছে।