টাইমসবাংলা নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসে (কোভিড-১৯) করোনায় আক্রান্তে মৃত ব্যক্তিদের সৎকারের জন্য প্রস্তুত সামাজিক সংগঠন “লোহাগাড়ার মানবতার দল’কে সুরক্ষা সামগ্রী প্রদান করছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর।
শুক্রবার (১২ জুন) বিকেলে লোহাগাড়ার মানবতার দল এর প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান মিজানের হাতে এ সুরক্ষা সামগ্রী সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সায়েম।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর বলেন, মানবতার কাজে নিরাপদ সড়ক চাই (নিসচা) সব সময় মানুষের পাশে রয়েছে, আগামীতেও পাশে থাকবে।