দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ২৬২ জন। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৮৬২ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চুরানব্বই হাজার ৪৮১ জন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে নিয়মিত ব্রিফিং থেকে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৩৬ হাজার ২৬৪ জন।
এ-যাবৎ মোট পরীক্ষা করা হয় ৫ লক্ষ ৩৬ হাজার ৭১৭ জন।