টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃ
লোহাগাড়ায় করোনা জয় করলেন থানার এসআই দুলাল বাডৈ। করোনা যোদ্ধা করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহামুদ ।
এ সময় অন্য সহকর্মীরা হাততালি দিয়ে কাজে ফিরে আসা ওই পুলিশ সদস্যকে অভিবাদন ও সাধুবাদ জানিয়েছেন।
৯ জুন ( মঙ্গলবার) বিকালে থানা কার্যালয়ের সামনে করোনাজয়ী এই পুলিশ সদস্যকে উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল ইসলাম।
করোনাজয়ী পুলিশ সদস্যরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা জানান এবং সহযোগিতার জন্য পুলিশ সুপারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, এস আই দুলাল বাড়ৈ গত ২০মে করোনা নমুনা পরীক্ষায় পজেটিভ আসলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের তত্বাবধানে প্রায় তিন সপ্তাহ হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।গত ২জুন তার করোনা নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তিনি এখন সুস্হ।ডাক্তারের পরামর্শে তিনি কাল থেকে তিনি ডিউটি করবেন বলেও তিনি জানান।