টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃ
লোহাগাড়া উপজেলায় এনআরবি গ্লোবাল ব্যাংক লি: এর আধুনগর শাখার ব্যবস্থাপক মেজবাহুল হক আরমান (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে থাকাবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকূল এলাকার শাহ আহমদের পাড়ার মাস্টার আনোয়ারুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকার আরমানের চাচা মাস্টার মো: এনাম। জানা যায়, বেশ কিছুদিন আগে ব্যাংকার আরমানের জ্বর হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নেন।
গত ৭ জুন জ্বর, কাশি ও শ্বাশকষ্ট বেড়ে গেলে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে। পরে চিকিৎসার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় স্বজনরা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।