টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃঃ
কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় (কোভিড-১৯) লোহাগাড়া থানায় নতুন করে ৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। ১জনের দ্বিতীয় বারও পজেটিভ আসে। লোহাগাড়ায় মোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৬ জন।
একজন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। সোমবার (১১ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। লোহাগাড়া থানায় করোনায় আক্রান্তরা হলেন, এস আই পার্থ সারথি, এস আই, নুর নবী, কনেষ্টেবল মোঃ বাছির উদ্দিন ও বেতার কনেষ্টেবল মো. জুনাইদ উদ্দিন সহ মোট ৪ জন পুলিশ সদস্য এর করোনা ভাইরাস টেষ্টে পজিটিভ রিপোর্ট আসে। কনেষ্টেবল কালো বরণ চাকমার দ্বিতীয় বারও পজেটিভ আসে। এসআই দুলাল বাড়ৈ সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
এ নিয়ে লোহাগাড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। নতুন করে আক্রান্ত পুলিশ সদস্যরা নিজ নিজ হোম আইসোলেশনে রয়েছে বলে থানা সুত্রে প্রকাশ। কালো বরণ চাকমা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি প্রায় সুস্থ হয়ে ওঠেন বলে হাসপাতাল সুত্রে প্রকাশ।